ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কটিয়াদীতে বোরো ধানের বাম্পার ফলন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২১ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী  উপজেলা শস্য ও ধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রাচীনকাল থেকে স্বীকৃত। বিগত বছরগুলোর তুলনায় এবছর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সবুজ ও আধাপাকা ধানে দোল খাচ্ছে সারা ফসলী মাঠ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছর  নতুন জাতের বোরো হাইব্রিড-১২০৩ ধান কৃষক পর্যায়ে উৎপাদনের সিন্ধান্ত নেয়।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উন্নতমানের প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়।

ঘাগৈর গ্রামের কৃষক মো. আশরাফুল ইসলাম এর আওতাধীন ১.৫০ একর জমিতে নতুন জাতের হাইব্রিড-১২০৩  রোপণ করা হয়। এই ধানের গড় উচ্চা ৮০ সে.মি এবং জীবন কাল ১৪০ দিন।

প্রায় ব্রি-ধান-২৮ এর মতো উচ্চ মাত্রার জিংক ও আয়রন ও প্রোটিন সমৃদ্ধ এই ধানের চালের ভাত ও পোলাও বেশ সু-স্বাদু।

উৎপাদনের উদ্দেশ্য হলো কৃষক পর্যায়ে ধান উৎপাদন করে বীজ সংরক্ষণ ও নিজের জন্য ব্যবহার এবং পার্শ্ববর্তী কৃষকদের মধ্যে বিক্রি করে জাত সম্প্রসারণ করা।

এ বছর কৃষি কর্মকর্তাগণ মাঠে পর্যায়ে নতুন ধানের জাত উৎপাদনে কৃষকদের নিয়মিত সহায়তা ও পরামর্শ দিয়েছেন।

এ প্রকল্পের আওতাধীন ১.৫০ একর বোরো হাইব্রিড-১২০৩ ধান এখন রঙিন আকার ধারণ করেছে। ফলন বাম্পার হওয়ায় কৃষকের মুখে হাসির আভাস।

কৃষক মো:আশরাফুল ইসলাম জানান, আমরা নতুন জাতের ধান আবাদ করে খুবই আনন্দিত ও লাভবান হওয়ার স্বপ্ন দেখছি।আমি আশা করি যে এবছর আমার ১.৫০একর জমিতে ১৩০-১৩৫ মণ ধান উৎপাদনে সক্ষম হবো।

 উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় হেক্টর প্রতি ধানের ফলন ৬.৫ মে.টন ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়