ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কবিতা পর্ব: দীর্ঘশ্বাস ও আটষট্টি হাজার পৃষ্ঠা

আবু আফজাল সালেহ

প্রকাশিত: ১২:১৭, ৩১ অক্টোবর ২০২২  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দীর্ঘশ্বাস

আমার শূন্য হৃদয়
একমুঠো ভোরের বাতাস চায়
চায় একগাদা নীল আকাশ—
এখানেই পেতাম আগে।

সবুজ হচ্ছে ক্রমশ ধূসর
কলতানের জায়গায় এখন
পাথর ইট সিমেন্ট, কর্কশধ্বনি।
হৃদয়ের কথা শুনতে চায় না কেউ আর
শরীরের ব্যথা দেখে না কেউ।

‘বনলতা সেন’, ‘মেজদিদি’, ‘বিদ্রোহী’ কী!
পেরিয়ে পেরিয়ে সময়গুলো এখন শুধুই দীর্ঘশ্বাস।

****

আটষট্টি হাজার পৃষ্ঠা

এখানে বারুদের গন্ধ নেই, যন্ত্রের যন্ত্রণা নেই
এখানে হিমেল বাতাস বয়ে যায়
শোনা যায় কুলকুল ধ্বনি।

এখানে শিউলিরা ঝরে রাত সকাল
এখানে ভাঁটফুল ফোটে
শালিকেরা ডাকে সোনারোদ মেখে।

এখানে চিলের ডানায় দোয়েলের শিস
মৌমাছিদের মৌতাতে টুনটুনির বাঁধা
ঘাসের মাথায় হিরেরা জ্বলে আলোর সাথে।

কোথায় পাবে এ দেখা?
বই খুলে দ্যাখো, রয়েছে আটষট্টি হাজার পৃষ্ঠা
সবুজ প্রচ্ছদে।

সর্বশেষ
জনপ্রিয়