ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা নেগেটিভ সিপিবি সভাপতির; খোঁজ নিলেন মাননীয় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ৩০ মে ২০২০  

করোনা নেগেটিভ সিপিবি সভাপতির, খোঁজ নিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

নমুনা পরীক্ষায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তার করোনা পরীক্ষাসহ যাবতীয় বিষয়ের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজখবর রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিপিবি সভাপতি সেলিম।

গণভবন ও সিপিবি সূত্রে জানা গেছে, মুজাহিদুল ইসলাম সেলিম অসুস্থ হঠাৎ করেই জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন। বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে করোনাভাইরাস পরীক্ষা করতে সেলিমের নমুনা সংগ্রহ করতে টিম পাঠানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ মে) তার এলিফ্যান্ট রোডের বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়। প্রবীণ এই রাজনীতিবিদের করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

এ বিষয়ে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের করোনা রেসপন্স টিম আছে। সেটাতে সেলিম ভাইও মেম্বার। ২৭ মে সকালে টিমের মিটিং ছিল। পরে সেলিম ভাই বললেন, গতকাল থেকে আমার জ্বর ছিল। আমরা খুব একটা বিরক্ত হলাম। আমি বললাম, এটা কোনো কথা হলো! আপনার জ্বর ছিল জানলে আমরা মিটিং দ্রুত শেষ করতাম। এরপর আমাদের ডাক্তারদের বিষয়টি জানানো হয় এবং তারা চিকিৎসা দিতে শুরু করেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা করোনা পরীক্ষাটাও করাতে চাইছিলাম। পরীক্ষা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রিন্স জানান, বৃহস্পতিবার সকালেও সেলিমের ৯৯ ডিগ্রি জ্বর ছিল। তবে তিনি বিশ্রাম পাচ্ছেন না। রেসপন্স টিমের কার্যক্রমসহ বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আছেন। তবে চিকিৎসা চলছে তার।

প্রধানমন্ত্রীর খোঁজখবর নেওয়ার বিষয়ে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, তিনি তো আমাদের প্রধানমন্ত্রী। তিনি তো প্রায় সবারই খোঁজ-খবর রাখেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীরও খোঁজ-খবর নিয়েছেন। তিনি নিশ্চয় তার মতো করে সব খবর রাখেন।

এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার (মুজাহিদুল ইসলাম সেলিম) সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি এখন ভালো আছেন, সুস্থ আছেন। খোঁজখবর রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়