ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার ভ্যাকসিন পাবেন হাবিপ্রবির শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ৬ মার্চ ২০২১  

অনলাইন ছবি

অনলাইন ছবি

করোনার ভ্যাকসিন পাবেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায় এ  সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আগে সকল শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন নিতে হবে। এলক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিটি শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মাঝেই নিজ নিজ হলের ই-মেইলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ, তাজউদ্দিন আহমেদ হলের হল সুপার অধ্যাপক ড. মোহাম্মদ তহিদার রহমান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ডা. শ্রীপতি সিকদারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য সদস্যবৃন্দ।

সর্বশেষ
জনপ্রিয়