ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় দৈনিক মৃত্যুতে আবারও রেকর্ড ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ৫ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত সেখানে একদিনের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ২৫ হাজার বেশি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২ কোটি ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পর কেবল ভারতেই মোট আক্রান্ত ২ কোটির বেশি। ভারতের পেছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি। বিশ্বের বাকি কোনও দেশে ১ কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা।

এছাড়া মোট মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই রয়েছে ভারত। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনের।

প্রতিদিন সাড়ে তিন লাখেরও বেশি নতুন আক্রান্তের জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজারের বেশি। তবে সপ্তাহ খানেক আগে সক্রিয় রোগী বাড়ছিল এক লাখেরও বেশি। এখন তা কমে ৪০-৫০ হাজারের আশপাশে নেমেছে।

এই পরিস্থিতিতে ভারতে ভ্যাকসিন প্রয়োগ চলছে ধীরগতিতে। তৃতীয় দফার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে ১ মে। কিন্তু গত এক সপ্তাহ ধরে ভ্যাকসিন ডোজ দেয়া হয়েছে অনেক কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৫ লক্ষ ৬১ হাজার ২৬৭ জন ভ্যাকসিন নিয়েছেন। এ নিয়ে ভারতে মোট ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ১৬ কোটিরও বেশি।

সর্বশেষ
জনপ্রিয়