ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কিশোরগঞ্জের ভৈরবে ৪ চোরাচালানকারীকে আটক করেছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ২২ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধ ২২৪ পিস মোবাইলসহ ৪ জন চোরাচালানকারী আটক করেছে ভৈরব থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের নাটাল মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, মো. লিমন (২৪), মো. আলী (৪০), মো. সিয়াব (১৯) ও আশরাফুল জহির (২২)। আটককৃতদের বাড়ী মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা যায়।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল আলম জুয়েল জানান,ঢাকাগামী চারজন যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ২২৪ পিস চোরাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। এসময় তাদের ৪ জনকেই আটক করে পুলিশ। তিনি আরো বলেন,গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাচালানকারী দলের সদস্য। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে এসব মোবাইল দেশে আমদানী করে বিভিন্ন দোকানীদের নিকট পাইকারী বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের নিকট এসব কথা স্বীকার করেন। ২২৪ টি মোবাইল জব্দ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়