ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জে উদযাপন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১১ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

"শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শিশু একাডেমি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে।

গত ৪ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের বিভিন্ন কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

৫ অক্টোবর কন্যা দিবস উদযাপন করা হয়।

এ ছাড়া সপ্তাহব্যাপী আবৃত্তি, চিত্রাংকন, সংগীত, নৃত্য প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ক্রিড়া প্রতিযোগিতা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার (১০ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানে মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাছিনা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য শিশুদের মা হিসিবে পরিচিত সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস খালেদা ইসলাম, এস.ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হাইকুল ইসলাম, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শংকর দেব দত্ত এবং বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল।

অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) সভাপতি নীলিমা নাসরিন।

আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে শিশু একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিশু একাডেমির লাইব্রেরিয়ান মো. আবুল কালাম আজাদ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়