ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ২৫ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনাভাইরাস কোভিড-১৯ মহামারী বিস্তাররোধে লকডাউন পরিস্থিতিতে কিশোরগঞ্জে নিম্নআয়ের, কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) শহরের আলোরমেলা এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রায় দেড়শ’ জন দিনমজুর, নরসুন্দর, অটোরিক্সা চালক, পার্ক/বিনোদন কেন্দ্রের কর্মহীন মানুষ ও পত্রিকার হকারসহ অন্যান্য কর্মহীন মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেককে চাল, ডাল, আলু, লবণ, তেল ও মিষ্টিকুমড়া দেয়া হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেডিয়ামে এসব খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ উপহার সামগ্রী হস্তান্তর করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়