ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জে নতুন করে করোনা শনাক্ত ৮৬ জনের, মৃত্যু ৪

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৮ জুলাই ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠছে। বাড়ছে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। মৃত্যুর এ মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। সর্বশেষ করোনা উপসর্গ নিয়ে চারজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জেলায় মোট ৮৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ২২ জন। ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৬৪ জন বেড়েছে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে পাওয়া সংগৃহীত মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এ রিপোর্টে মোট ৩৮৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।

বাকি ১৯৮ জনের মধ্যে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর, অষ্টগ্রাম ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১৮ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৫৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৮৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন শনাক্ত হয়েছে।

এদিন জেলায় সর্বোচ্চ ৩৭ জন শনাক্ত হয়েছে ভৈরব উপজেলায়

এছাড়া করিমগঞ্জ উপজেলায় ৬ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ৯ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, নিকলী উপজেলায় ১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে।

নতুন সুস্থ হওয়া ২২ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ১৯ জন রয়েছেন।

বাকি ৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন এবং মিঠামইন উপজেলার ১ জন রয়েছেন।

ফলে শনাক্ত এবং সুস্থতার অনুপাতে এদিন কিশোরগঞ্জ সদর উপজেলার করোনা পরিস্থিতির অবনতি হয়েছে।

এছাড়া মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮৩ জন যাদের মধ্যে ৭ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ২৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৮ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে ৪ জন সন্দেহজনক কোভিড-১৯ রোগী মারা গেছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ৭৩৭৫ জন শনাক্ত, ৫৭৭৩ জন সুস্থ এবং ১১৯ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১৪৮৩ জন। তাদের মধ্যে ১১৭ জন হাসপাতালে ও ১৩৬৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ১৪৮৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৭২৬ জন, হোসেনপুর উপজেলায় ৩৯ জন, করিমগঞ্জ উপজেলায় ৫৫ জন, তাড়াইল উপজেলায় ৫৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১৩৫ জন, কটিয়াদী উপজেলায় ১৬৭ জন, কুলিয়ারচর উপজেলায় ২৩ জন, ভৈরব উপজেলায় ১৭৮ জন, নিকলী উপজেলায় ১৩ জন, বাজিতপুর উপজেলায় ৫১ জন, ইটনা উপজেলায় ২৭ জন, মিঠামইন উপজেলায় ১১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৩ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১ জন, হোসেনপুর উপজেলায় ৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ৭ জন, কটিয়াদী উপজেলায় ৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ২৫ জন, নিকলী উপজেলায় ৬ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়