ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ১৯ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় একযোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কিশোরগঞ্জের ১৩ উপজেলার ১৩টি ট্র্যাকে ৪টি ক্যাটেগরিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিন সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ২০২১’ এর উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর শাদমান সিপার ওসান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হকসহ অন্যরা।  

ম্যারাথন উদ্বোধন শেষে অতিথিার গরীব, অসহায়, ছিন্নমূল, এতিম শিশুদের মধ্যে ত্রাণ ও শীতবস্ত্র এবং খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়