ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ১৬ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ।

ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ প্রতিপাদ্য নিয়ে আজ ১৬ অক্টোবর শনিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল।

এর ওপর আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা ফরহাদ খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা লীগ সম্পাদক বিলকিস বেগম, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ।

আলোচকগণ বলেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আজ বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত। এমনকি অন্য দেশের দুর্যোগে খাদ্য সাহায্য দিতে সক্ষম। ক্ষুধা নিবারণের সূচকে বাংলাদেশ আজ ভারত এবং পাকিস্তানের চেয়েও এগিয়ে। বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছে। বিশেষ করে কৃষির গবেষণা খাতে প্রধানমন্ত্রী পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে নানারকম ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। যার কারণেই আজ জনবহুল দেশ হয়েও বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত।

আর উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিএডিসির সকল বিভাগ এবং কৃষকগণ অভাবনীয় ভূমিকা রাখছেন বলে বক্তাগণ মন্তব্য করেছেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়