ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ শয্যার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৮, ৭ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাসপাতালের অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (স্বাস্থ্য) মো. লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভ’মি) মো. জালাল উদ্দিন, সাবেক সহকারী পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ডা. মুক্তাদির ভূইয়া, পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ পাভেল প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়