ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ১ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় করিমগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে করিমগঞ্জ উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তর।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে যুব র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলম, সমবায় কর্মকর্তা এরশাদ রিকাবদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিদায়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমানুল্লাহ দরজী (সম্প্রতি সহকারী পরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, ঝিনাইদহে পদোন্নতি প্রাপ্ত) শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি জানান, করিমগঞ্জ উপজেলায় প্রায় ৭ হাজার যুব প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইতিমধ্যে ৪ হাজার যুব প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন।

পরে যুব আত্মকর্মী আব্দুল জলিল ও ইভানা আক্তার তাদের সফলতার কথা তুলে ধরেন।

বক্তাগণ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন। তারা যুব উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। উদ্যমী ও মানবিক গুণাবলীকে যুবদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে প্রথমবারের মতো ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়