ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নকশীকাঁথা তৈরীকরণ প্রশিক্ষণের সমাপ্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ২২ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল রেসন এজেন্সির (জায়কা) সহযোগীতায় হস্ত ও কুটির শিল্প দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা হল রুমে দশ দিনব্যাপী নকশীকাঁথা তৈরীকরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে এ নকশীকাঁথা প্রশিক্ষণ শেষ হয়। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন মহিলা সদস্যরা ১০ দিনের এই নকশীকাঁথা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহন করে।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রেনু) গত ৯ জানুয়ারী রবিবার এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। ২০ জানুয়ারী নকশীকাঁথা প্রশিক্ষণ শেষ প্রশিক্ষনার্থীদের দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী,সমবায় অফিসার সাহেনা আক্তার,প্রশিক্ষক আশেকা আক্তার প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়