ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ সুপারের সাথে সুশীল সমাজের নেতৃবৃন্দের মতবিনিময়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ১৫ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরব থানা প্রাঙ্গন গোল ঘরে ভৈরব বিট পুলিশিং সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলম, ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দীপু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, ডক্টরস্ ক্লাব অব ভৈরব সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন, রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ, নৌ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর, ভৈরব সাংবাদিক সমিতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাব সভাপতি মো. আলাল উদ্দিন, ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মমিনুল হক রাজু, ভৈরব পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল হক শিমুল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফজলু মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু, রফিকুল ইসলাম মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ, কিন্ডারগার্টেন এসোয়েশন সভাপতি আসাদুজ্জামান বাবুল, ভৈরব পাদুকা-মালিক সমিতির সভাপতি মো. আল আমিন ও ভৈরব পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি মো. শরীফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে ভৈরব উপজেলা খুবই গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের সাথে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। ভৈরবের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে ভৈরবে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। ভৈরব থানায় নতুন ওসি যোগদান করেছেন। তিনি একজন অভিজ্ঞ অফিসার তাকে আপনারা সার্বিক সহযোগিতা করলে অবশ্যই সে আইনশৃঙ্খলার সার্বিক উন্নতি ঘটাতে পারবে। তিনি আরো বলেন, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা জানেন ভৈরবে কে মাদক বিক্রি করে, কে ছিনতাই করে, কে ভাল মানুষ, কে খারাপ মানুষ। আপনারা ওসি সাহেব অথবা আমার কাছে এর তালিকা দিলে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
অনুষ্ঠানের সভাপতি ভৈরব থানার অফিসার ইনচার্জ ভৈরবের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বাস মালিক সমিতি, ভৈরব ইমাম পরিষদ, ট্রাক মালিক সমিতি, ভৈরব পূজা উদযাপন পরিষদ, ভৈরব শ্রমিক পরিবহন ইউনিয়ন, পাদুকা মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সম্পাদকদ্বয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহর ফাঁড়ির ইনচার্জ মো. শ্যামল মিয়া।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়