ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের হোসেনপুরে চোখের ছানি রোগীর ক্যাম্প পরিদর্শন করেছেন এমপি লিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩০, ৫ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে চোখের ছানি রোগীর অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

গতকাল শুক্রবার (০৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির উদ্যোগে,আদ্-দ্বীনহাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নাফিসা নজরুল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স। উল্লেখ্য, বিনামূল্যে চোখের ছানি অপারেশনে ২২০ জন রোগী চিকিৎসা সুবিধা পেয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অপারেশন ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, নাফিসা নজরুল ফাউন্ডেশনের পরিচালক সাবরিনা আনোয়ার, সহকারী জেনারেল ম্যানেজার রবিউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, এমপির ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়