ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কোপা আমেরিকা: মেসির যেসব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ৯ জুলাই ২০২১  

লিওনেল মেসি

লিওনেল মেসি

কোপা আমেরিকার চলতি আসরে দারুণভাবে নিজের আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। গোল করার পাশাপাশি অবদান রাখছেন সতীর্থদের গোলেও। এখন পর্যন্ত নিজ দলের ১১ গোলের মাঝে ৯টি গোলেই প্রত্যক্ষভাবে জড়িয়ে আছেন এই ক্ষুদে জাদুকর। এর পাশাপাশি গড়েছেন বেশ কিছু রেকর্ডও।

চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন মেসি। এছাড়া ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হয়েছেন ম্যাচ সেরা। ফলে একইসঙ্গে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন তিনি।

একনজরে দেখে নেয়া যাক কোপা আমেরিকায় এরই মধ্যে মেসি যে রেকর্ডগুলো নিজের করে নিয়েছেন: 

সতীর্থ জাভিয়ের মাসচেরানোকে (১৪৭) পিছনে ফেলে বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। বর্তমানে তার খেলা আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১৫০।

মাসচেরানোকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ছয়বার কোপা আমেরিকায় অংশগ্রহণকারী একমাত্র আর্জেন্টাইন হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন মেসি।

সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে লওতারো মার্টিনেজের গোলে চলতি টুর্নামেন্টে নিজের পঞ্চম অ্যাসিস্ট করেন লিও মেসি। এটাই এক আসরে কোনো ফুটবলারের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। 

সর্বশেষ
জনপ্রিয়