ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কোপা আমেরিকার জন্য শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ১০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার আসন্ন আসরের আয়োজক ব্রাজিল হলেও খোদ দলটির খেলা নিয়ে ছিল সন্দেহের ঘনঘটা। এমতাবস্থায় সব গুঞ্জন থামিয়ে এই প্রতিযোগিতার দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। নিয়মিত খেলোয়াড়দের সবাইকে নিয়েই স্কোয়াড সাজিয়েছেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচের দল থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন তিতে। বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর জায়গায় দলে এসেছেন আতলেতিকো মাদ্রিদের ফেলিপে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির দলে থাকলেও চোটের কারণে বাদ পড়েন দানি আলভেস। তার জায়গায় ডাক পাওয়া এমেরসন দলে টিকে গেছেন।

বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচের সবগুলো জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ব্রাজিল। ফলে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ আত্মবিশ্বাসী থাকবে তারা। বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর তিনটায় গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিকরা। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষরা হল কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

নিজেদের দেশে পাঁচবার কোপা আমেরিকা আয়োজন করে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। এর পুনরাবৃত্তি করতে দলটি যার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে থাকবে সেই নেইমার দারুণ ছন্দে আছেন। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার পর দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। 

কোপা আমেরিকার ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), এমেরসন (রিয়াল বেতিস), ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: এভেরতন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)

সর্বশেষ
জনপ্রিয়