ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ৬ সেপ্টেম্বর ২০২২  

ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

আগামী ৩ থেকে ৭ অক্টোবর মালয়েশিয়ার লঙ্কাউইতে অনুষ্ঠিত হবে অষ্টম ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ক্যারমের এই মর্যাদাকর আসরে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ৯ সদস্যের বাংলাদেশ দল। এর মধ্যে খেলোয়াড় ৮ জন ও ১ জন কর্মকর্তা। 

বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারেরও দায়িত্ব পালন করবেন।

৪ জন ছেলে ও ৪ জন মেয়ে টুর্নামেন্টে অংশ নিলেও আপাতত ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন ১০ জন খেলোয়াড়। তারা হচ্ছেন, হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আলী রবিন, আবদুল খালেক, হাসান, আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা, সাবিনা আক্তার ও আইনুন নিশাত।

এ বিষয়ে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, 'আমরা ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিলাম। সেখান থেকে জাতীয় দল গঠন করা হয়েছে। খেলোয়াড়রা এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। যাওয়ার আগে এক সঙ্গে ক্যাম্প আয়োজন করা হবে।'

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ।

সর্বশেষ
জনপ্রিয়