ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ক্রিকেটারকে ২ কোটি টাকা আর্থিক অনুদান দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ দেশের ক্রিকেট। এমতাবস্থায় আর্থিক অস্বচ্ছলতায় বেশ বিপাকে পড়েছেন ঘরোয়া ক্রিকেটাররা। এবার তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের প্রায় ১৭২০ জন ক্রিকেটারকে ২ কোটি টাকা আর্থিক অনুদান দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

দেশের ক্রিকেটারদের জন্য আর্থিক অনুদানের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। জানা গেছে, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেই এই উদ্যোগ নিয়েছেন।

মূলত যারা বিসিবির চুক্তির বাইরে ১৭২০ জন ক্রিকেটারকে আর্থিক অনুদান দেয়া হবে। এর মাঝে ১৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটার। তারা প্রত্যেকেই করোনার কারণে ঘরোয়া ক্রিকেট না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ, নারী জাতীয় লিগ, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দল, নারী জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়রা এই আর্থিক অনুদান পাচ্ছেন। 

সর্বশেষ
জনপ্রিয়