ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন,

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ১২ ফেব্রুয়ারি ২০২১  

করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু


গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায়  নতুন করে শনাক্ত হয়েছন ৪০৪ জন।  এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৮২ শতাংশ, এখনও পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৮ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর ১ দশমিক ৫৩ শতাংশ।

দেশে বর্তমানে ২১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৬টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯টি পরীক্ষাগারে। র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৫টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ১১৪টি, নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩২৮টি। এখনও পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি।
 

সর্বশেষ
জনপ্রিয়