ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলেন সাবেক দুই এমপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ১৩ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলেন সাবেক দুই এমপি। গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের শুভেচ্ছা উপহার পেলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আবুল হাসেম, জাতীয় পার্টির সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া ও 'বিরল ভালোবাসা-খ্যাত হাসমত আলীর স্ত্রী রমিজা খাতুন। 

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে তাদের বসতবাড়িতে গিয়ে সার্বিক অবস্থার খোঁজখবর নেন ও প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছাসহ উপহার পৌঁছে দেন। 

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য আবুল হাসেম দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় গফরগাঁও গ্রামের বাড়িতে অবস্থান করছেন। জাতীয় পার্টির সাবেক সাংসদ সদস্য এনামুল হক জজ মিয়া সালটিয়া গ্রামে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি লিখে দিয়ে 'বিরল ভালোবাসা-খ্যাত প্রয়াত রিকশাচালক হাসমত আলীর স্ত্রী রমিজা খাতুন ভারইল গ্রামের বাড়িতে বসবাস করছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল স্যারের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী এই তিন সম্মানীয় ব্যক্তির খোঁজখবর নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা  উপহার পেয়ে সাবেক দুই এমপি আনন্দে আপ্লুত হয়ে পড়ে। সাবেক দুই এমপি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়