ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে অস্ত্র ও গাঁজাসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:১১, ৫ জুলাই ২০২২  

চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের ওয়াপদা গেটের বিপরীত পাশের এক বসতবাড়ি থেকে তাদের আটক হয় তারা।

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি টুটু পিস্তল, ১টি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

আটকরা হলো- রাহত্তারপুলের মো. মুছার ছেলে মো. মামুন, তাহের ভবনের বাসিন্দা মো. আলমগীরের ছেলে এমরান হোসেন বাবলু, মাবুদ কলোনির মৃত আব্দুল বারেকের ছেলে মো. রুবেল হোসেন এবং ভাণ্ডারী কলোনির মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাদশা।
 
জানা যায়, বাকলিয়া ওয়াপদা এলাকায় মোরশেদের ভাড়া ঘরে বসবাস করত কিশোর গ্যাং এর বেশকিছু সদস্য। এলাকায় সন্ত্রাসী-ছিনতাই কার্যক্রম পরিচালনা করছিল তারা। পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি তারপর জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে এ সদস্য। 

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং তাদের থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ৫শ' গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজ করা হয়েছে। 

তবে কিশোর গ্যাং এর সদস্যরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূলহোতা।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়