ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

চাঁদপুরে সাড়ে ৪৭ হাজার মেট্রিক টন সার পাচ্ছেন কৃষকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ২৮ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরে কৃষি উৎপাদন বাড়াতে চলতি (২০২১-২২) অর্থবছরে কৃষকদের জন্য সাড়ে ৪৭ হাজার মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। জেলা সার কমিটির অনুমতিতে ও সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের মাধ্যমে জেলার সব হাট-বাজারে এসব সার সরবরাহ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র দাস।

চাঁদপুরের ৮ উপজেলায় ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার, ৬ হাজার ৪৬৫ মেট্রিক টন টিএসপি, ৯ হাজার ৬৯৪ মেট্রিক টন ডিইপি এবং ৬ হাজার ৩১৯ মেট্রিক টন অন্যান্য সার সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, চাঁদপুরের ৮ উপজেলায় ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে ১ হাজার ৬২৩ মেট্রিক টন বোরো ধানসহ অন্যান্য বীজ বরাদ্দ দেওয়া হয়েছে। ১৩৫ জন ডিলারের মাধ্যমে এসব বীজ এরই মধ্যে হাট-বাজারে পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে।

সহকারী কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র দাস জানান, জেলার কৃষি উন্নয়নে কাজ চলছে। এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের মাধ্যমে জেলার সব হাট-বাজারে কৃষকদের জন্য এ সার সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়