ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চাকরি হারাচ্ছেন উবারের ২০ শতাংশ কর্মী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ১৬:২৯, ৩০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে বিশ্বের সব বড় বড় শহরে লকডাউন চলছে। এমন অবস্থায় ‘উবার’ অ্যাপে চলা গাড়ি রাস্তায় নামতে পারছে না। ফলে ব্যবসায় ধস নেমেছে। তাই চাকরি হারাতে যাচ্ছে উবারের ২০ শতাংশ কর্মী।

উবার কর্মীদের চাকরিচ্যুত করার বিষয়টি এখনও মৌখিক পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলে চাকরি হারাবেন উবারের ৫ হাজার ৪০০ কর্মী। এই কর্মীদের উবার প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে বেতন দিয়ে থাকে।

গত বছর একই সময়ের তুলনায় রাইড শেয়ারিং প্ল্যাটফর্মটির আয় কমেছে ৮০ শতাংশ। এছাড়া উবারের খাবার ডেলিভারির ব্যবসাও আছে। ‘উবার ইটস’র ব্যবহারকারী বাড়লেও তা রাইড শেয়ারিং ব্যবসার ক্ষতি পোষাতে পারছে না।

২০১৩ সালে উপাবরে যোগ দিয়েছিলেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার তুহান পাম। তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। তিনি বলেন, আমার অধীনে কাজ করতেন ৩ হাজার ৮০০ প্রকৌশলী। তাদের মধ্যে ৮০০ প্রকৌশলী চাকরি হারাতে যাচ্ছেন।

সর্বশেষ
জনপ্রিয়