ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ছাত্রদলের সাবেক সভাপতিসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ৯ সেপ্টেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন-ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহমান, রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

এদিন তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালত রিমান্ড শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বুধবার রাতে ধানমন্ডি লেক এলাকা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে পুলিশ। আটকের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়