ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ২৩ মার্চ ২০২৩  

জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। এখন চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। কর্তৃপক্ষের নির্দেশনায় গত ১২ মার্চ থেকে জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ; এ নির্দেশনা বলবৎ থাকবে আগামী ২৬ মার্চ সকাল পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, নতুন করে রঙ করা হয়েছে স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত। পরিপাটি করা হয়েছে ফুলের বাগান; চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।

আগামী ২৬ মার্চ ভোরে প্রথমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর স্মৃতিসৌধ খুলে দিলে জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন।

স্মৃতিসৌধের প্রস্তুতি কাজ ও কুচকাওয়াজ অনুশীলনের জন্য গত ১২ মার্চ থেকে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে।

ঢাকা গণপূর্ত বিভাগ সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এসব তথ্য জানান। স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা নিশ্চিতে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
জনপ্রিয়