ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অবস্থান মিয়ানমারের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারে অভ্যুত্থান সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। একই সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আহ্বান করা হয়েছে।

শুক্রবার জাতিসংঘের বিশেষ অধিবেশনে দেশটিতে নির্বিচারে আটকদের মুক্তি দাবির প্রস্তাব ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান করা হয়।

জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের অনুরোধে বিশেষ ওই অধিবেশন হয়। 

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশিফ জানান, মিয়ানমারে কী ঘটছে তা সারাবিশ্ব দেখছে।

তিনি আরোবলেন, অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ তিন শতাধিক মানুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও ধর্মীয় নেতারাও।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশি আটক সবার মুক্তির জন্য মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন নেতাদের কয়েকজনকে আটরে রেখে জরুরি অবস্থা জারি করে মিয়ানমার সেনাবাহিনী।

সর্বশেষ
জনপ্রিয়