ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

জানুয়ারিতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ১৭ নভেম্বর ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মহামারি শুরু হওয়ার পর এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামেনি বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে খেলার সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ক্রিকেটভক্তদের জন্য সুসংবাদ, জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন সাকিব-মুশফিকরা। সেটাও আবার নিজের দেশেই! বছরের শুরুতেই বাঘের ডেরায় খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

জানা গেছে, ২০২১ সালের ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনা শেষে নিশ্চিত হয়েছে সিরিজের সূচি। 

আসন্ন এই সফরে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ক্যারিবীয়দের আসন্ন এই সফর ঘিরে বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছিল বিসিবি। এরই মধ্যে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে বেশ কিছু তথ্য দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ দলকে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে এই সময় তারা অনুশীলন করতে পারবে কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

সর্বশেষ
জনপ্রিয়