ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

জামালপুরে কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে লকডাউনে কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ। শহরের প্রধান সড়কে পুলিশি জেড়ার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। শহরের প্রধান সড়কসহ গলিগুলোতে টহল দিচ্ছে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা।

শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়া মানুষকে তারা জিজ্ঞেসা করছে বাইরে আসার কারন। নানা রকম জেড়ার পরেও নানা অযুহাতে সড়কে বের হয়েছে রিক্সা ভ্যানসহ ছোট ছোট যানবাহন। বিধিনিষেধের মধ্যে বাইরে বের হওয়া ও দোকান খোলা রাখায় জরিমানা করছে ভ্র্যামমাণ আদালত। শহরে প্রধান সড়কসহ বিভিন্ন অলিতে-গলিতে চলছে পুলিশের মহড়া। তারা সাধারণ মানুষকে কাজ ছাড়া ঘরে বাইরে আসতে নিষেধ করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে কঠোরভাবে কাজ করছেন।

জামালপুর সদরে কঠোর লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ শহরে কঠোর অবস্থান নিয়েছে। পুলিশি মহড়া জোরদার ও বিভিন্ন চেকপোস্টে নানা রকম জেড়ার কারনে লকডাউন মানতে বাধ্য হচ্ছে সাধারন মানুষ।

 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়