ঢাকা, শনিবার   ৩০ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

জাল স্ট্যাম্পসহ গ্রেফতার, দুইজনের রিমান্ড মঞ্জুর আদালতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ১০ জুলাই ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

পুরান ঢাকার কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-আব্দুর রহমান হাওলাদার ও মো. আবুল কালাম শিকদার।

শুক্রবার আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর কোতোয়ালি থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানাধীন তাঁতিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে জাল কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের ১০টি ডাইস প্লেট (২০ টাকার ৩টি, ১০ টাকার ৪টি, ৫ টাকার ২টি, ২ টাকার ১টি), ৫টি পজিটিভ, ২টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৯২০ জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়