ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জেলা প্রশাসকের উদ্বোধন, কিশোরগঞ্জে কৃমিনাশক ওষুধ খাবে ৮ লাখ শিশু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে এবার ৮ লাখ ৪৫ হাজার শিশুকে একটি করে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। দেশব্যাপী ১৬ থেকে ২০ মে পর্যন্ত ৫ বছর থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু হয়েছে। এবার প্রচলিত টিকা কেন্দ্রের পরিবর্তে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ওষুধ খাওয়ানো হচ্ছে। আজ ১৬ মে রোববার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ভুরুংগারচর কমিউনিটি ক্লিনিকে শিশুদের ওষুধ খাইয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য প্রশিক্ষক ডা. জহির আহমেদ তালুকদার, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার লতিফা আক্তার প্রমুখ। জেলায় মোট ৩১৩টি কমিউনিটি ক্লিনিকে ৮ লাখ ৪৫ হাজার শিশুকে একটি করে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এর মধ্যে ছেলে শিশু ৪ লাখ ৩০ হাজার ৯৫০ জন, আর মেয়ে শিশু ৪ লাখ ১৪ হাজার ৫০ জন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়