ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

জ্বর, পিরিয়ড এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাবে অ্যাপল ওয়াচ ৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১৮ সেপ্টেম্বর ২০২২  

জ্বর, পিরিয়ড এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাবে অ্যাপল ওয়াচ ৮

জ্বর, পিরিয়ড এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাবে অ্যাপল ওয়াচ ৮

জ্বর, পিরিয়ড এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর সক্ষমতা নিয়ে বাজারে আসছে অ্যাপল ওয়াচ ৮। 

ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানিয়েছে, অ্যাপলের পরবর্তী সিরিজের অ্যাপল ওয়াচ ৮-এ যুক্ত হচ্ছে তাপমাত্রার সেন্সর। এতে ধরা পড়বে ব্যবহারকারীর গায়ে জ্বর আসছে কিনা। এই অ্যাপল ওয়াচ তাপমাত্রার পরিমাণ জানাবে না। তবে ব্যবহারকারীকে সতর্ক করবে। এবং তাকে ডাক্তারের কাছে যেতে হবে কিনা সে বিষয়ে সংকেত দেবে। অবশ্য তাপমাত্রা পরিমাপের সেন্সরটি এখনো প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষার স্তর পার করে আসতে পারেনি।

ওয়ালস্ট্রিট জার্নালের দেওয়া তথ্য অনুসারে এই সেন্সর তাপমাত্রা ছাড়াও ফার্টিলিটি ট্র্যাকিং এ ব্যবহার করা হবে। এটি নারীর অন্তঃসত্ত্বা হওয়ার প্রাথমিক ধারণা এবং কবে ঐ নারীর পিরিয়ড শুরু হতে পারে সেই সম্পর্কেও ধারণা দেবে। অবশ্য গুরম্যান তার সর্বশেষ রিপোর্টে শুধু জ্বরের কথাই বলেছেন।

সফল হলে এটি স্মার্টওয়াচ সিরিজ ৮-এ ব্যবহার হলেও অ্যাপল ওয়াচ এসইতে থাকবে না বলে জানা গেছে। সংবাদমাধ্যম ভার্জ জানায়, অ্যাপল ওয়াচের এই গুঞ্জন শুরু হয়েছে প্রায় এক বছর আগে থেকে। গুরম্যান প্রথম এর ধারণা দেন গত বছরের জুনে।

গুরম্যান আরো ধারণা করছেন, সিরিজ ৮-এর প্রসেসর আগের এস৭ এবং এস৬-এর চিপের সমতুল্য হতে পারে।

সর্বশেষ
জনপ্রিয়