ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝড়ে সৈকতে উঠে এল রহস্যময় বস্তু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১১ ডিসেম্বর ২০২২  

ঝড়ে সৈকতে উঠে এল রহস্যময় বস্তু

ঝড়ে সৈকতে উঠে এল রহস্যময় বস্তু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সম্প্রতি ঘূর্ণিঝড় নিকোল আঘাত হানার পর সেখানে রহস্যময় একটি বস্তু উপকূলে ভেসে ওঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর ভেলুশা কাউন্টির ডেটোনা সমুদ্রসৈকতে বিশালাকারের বস্তুটি ভেসে ওঠে। কাঠ ও ধাতব পদার্থের তৈরি বস্তুটি দৈর্ঘ্যে প্রায় ৮০ ফুট। ‘দৈত্যাকার’ বস্তুটি কী হতে পারে, তা নিয়ে গবেষণা চলছে।

বস্তুটি প্রথমে চোখে পড়ে সৈকতে বেড়াতে আসা লোকজনের। তবে এটি কী, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কাউন্টির কর্মকর্তারা বলছেন, অনেক আগে পানির নিচে তলিয়ে যাওয়া রহস্যময় বস্তুটি হয়তো ঝড়ের সময় জোয়ারের পানিতে ভেসে আসে। কিন্তু জোয়ার শেষ হওয়ার পর ভারী হওয়ার কারণে এটি আর নিচে নেমে যেতে পারেনি।

প্রথমে ইয়ান ও পরে নিকোল নামে দুটি ঘূর্ণিঝড় হওয়ার পর এই বস্তু ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুঞ্জন ছড়িয়েছে। বিশেষজ্ঞরা রহস্যময় বস্তুটি শনাক্ত করার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করছেন, এটা অনেক পুরোনো কোনো জাহাজের ধ্বংসাবশেষ হতে পারে। আবার কেউ বলছেন, বস্তুটি জাহাজের জেটির অংশবিশেষ। কারও কারও মতে, একসময় ডেটোনায় সমুদ্রতীরে কার রেস হতো। দর্শকেরা যেসব গ্যালারিতে বসে খেলা দেখতেন, এটা তারই অংশ।

সর্বশেষ
জনপ্রিয়