ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে ইমামদের প্রতি আহ্বান মেয়র টিটুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ১ মার্চ ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন পবিত্র আল কোরআন ও সুন্নাহর প্রত্যেক বাণীতে মানবকল্যাণ নিহিত। ইসলামের পথ প্রদর্শক দক্ষ ইমাম তৈরি এবং ইসলাম প্রচারের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন সৃষ্টি করেছেন।

তিনি জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং যৌতুক, গোজব প্রতিরোধ, দারিদ্রতা দূরীকরণ এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়টি তুলে ধরার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত এলাকা গড়তে ইমামদের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন মেয়র টিটু।

ইমাম প্রশিক্ষণ একাডেমীর ব্যবস্থাপনায় ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় নগরীর আকুয়ায় ২৮ ফেব্রুয়ারি জেলার ৫০ ইমামদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র টিটু।

মেয়র টিটু আরো বলেন, এত বেশী সংখ্যক মডেল মসজিদ সরকারিভাবে নির্মাণ করার ইতিহাস বিশ্বে বিরল। যে নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বে সর্বাগ্রে টিকা নিয়ে এসেছেন তিনি। করোনার টিকা সম্পর্কেও কোনো অপপ্রচার থাকলে তার বিরুদ্ধে অবস্থান নেয়া সহ টিকা নিতে মানুষকে উৎসাহিত করার জন্যেও ইমামদের প্রতি আহবান জানান।

ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি পরিচালক এবিএম গোলাম সরওয়ার প্রমূখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়