ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৪ জুলাই ২০২২  

আটককৃত তিন রোহিঙ্গা

আটককৃত তিন রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের নবী হোসেনের ছেলে ২২ বছর বয়সী মো. হোসেন, একই ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে ২০ বছরের জুহুর আলম ও নূর মোহাম্মদের ছেলে আবু বক্কর সিদ্দিক।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, দুই রাউন্ড তাজা গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতরা নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় মাদক কারবারি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়