ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটির ২০ সদস্যের করোনা জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ২২ মে ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের আরো ২০ পুলিশ সদস্য সুস্থ  হয়েছেন।  

বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তারা। এ সময় ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, এসি রাজন কুমার সাহা ও পুলিশ লাইন্সের অন্যান্য সদস্যরা।

মুহিত কবির সেরনিয়াবাত বলেন, এরা সবাই দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ১ মার্চ থেকে ২১ এপ্রিলের মধ্যে পুলিশ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসায় পর দুইবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি  ডিভিশনের করোনায় আক্রান্ত ৬১ সদস্যের মধ্যে এ পর্যন্ত ২৯ সদস্য সুস্থ  হয়েছেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়