ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডিএসই`র ছয় কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৫ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা, মার্কেন্টাইল ব্যাংক, লাফার্জহোলসিম, আইপিডিসি ফাইন্যান্স এবং জনতা ইন্স্যুরেন্সের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। বিপরীতে সোনালী পেপারের মুনাফা কমেছে।

এর মধ্যে ইবনে সিনা ও সোনালী পেপারের এটি তৃতীয় প্রান্তিক। আর বাকি চারটি প্রতিষ্ঠানের প্রথম প্রান্তিক।

নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পর পর তাদের ব্যবসার আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করতে হয়।

তারই আলোকে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই ছয় কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে কোম্পানিগুলোর মুনাফার এই তথ্য উঠে এসেছে।

ইবনে সিনা

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৩ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়ার নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ) হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১০ টাকা ৯২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৬৩ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৫ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৯ পয়সা।

লাফার্জহোলসিম

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৪ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৫ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ পয়সা।

সোনালী পেপার

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩২ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১০ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমলেও নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ) হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮ পয়সা।

সর্বশেষ
জনপ্রিয়