ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ঢাকা-কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ১ ডিসেম্বর ২০২০  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-কলকাতা রুটে ফের নিয়মিত ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করেছে বিমান।

কলকাতা রুটের ফ্লাইট চালু প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বলেন, ট্যুরিস্ট ভিসা চালু না হওয়ায় যাত্রী সংখ্যা এখন কম। তারপরও ঢাকা-কলকাতা রুটে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট থাকবে।

গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে ফ্লাইট চালু করে বিমান। এ তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট ছিল সংস্থাটির। তবে শুরু থেকেই যাত্রীর সংকট দেখা যায়। ফলে গত ৯ নভেম্বর বিমান ঘোষণা দেয়, অনিবার্য কারণবশত ১২ নভেম্বর থেকে কলকাতা রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

ঢাকা থেকে কলকাতার সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার ২২৬ টাকা। টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ
জনপ্রিয়