ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তাইজুলে ধরাশায়ী হলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২৮ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের কৃতিত্বের সবটুকুই দেওয়া যায় টাইগার স্পিনার তাইজুল ইসলামকে। পাকিস্তানের ইনিংসে ধস নামাতে ৭ উইকেট শিকার করেছেন তিনি।

তাইজুলের ঘূর্ণিতেই সবকটি উইকেটের বিনিময়ে ২৮৬ রানে গুটিয়ে যায় প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস। দলের হয়ে সেঞ্চুরি করেন আবিদ আলি। টাইগারদের চেয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে থেমেছে পাকিস্তানের ইনিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতে পাকিস্তান শিবিরে তাইজুল ইসলাম জোড়া আঘাত হানেন। আবদুল্লাহ শফিক ও আজহার আলিকে শিকারে পরিণত করেন তাইজুল ইসলাম। দুজনেই তাইজুলের এলবডব্লিউর ফাঁদে পা দেন। আবদুল্লাহ করেন ৫২ রান। আজহার রানের খাতাই খুলতে পারেননি। এরপর দলীয় ১৬৯ রানে বাবর আজমকে বোল্ড আউট করেন মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে পাকিস্তান দলপতি করেন ১০ রান। তাইজুল শিকার করেছেন ফাওয়াদ আলমের উইকেটও।

সফরকারীদের পঞ্চম উইকেটের পতন ঘটান টাইগার পেসার ইবাদত হোসেন। স্কোর বোর্ডে ৫ রান তুলে ইবাদতের এলবিডব্লিউর শিকার হন মোহাম্মদ রিজওয়ান। ১৩৩ রান করা আবিদ আলিকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। ২৮২ বলে আবিদের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছয়ের মার। নিজের পরের ওভারেই হাসান আলিকে বোকা বানান তাইজুল। সামনে এসে খেলতে এলে লিটন দাস তাকে স্টাম্পিং করেন।

এরপর দ্রুত পাকিস্তানের ইনিংস শেষের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু এরপরও যেন ফাহিম আশরাফ নিজ কাঁধে দায়িত্ব নিয়ে পাকিস্তানের ইনিংস বড় করছিলেন। শেষ দিকে ৮০ বলে ৩৮ রান করেন তিনি। শাহিন শাহ আফ্রিদি ১৩ রান করে অপরাজিত থাকেন। ৭ উইকেট নিতে তাইজুল খরচ করেন ১১৬ রান। ইবাদতের ঝুলিতে যায় ২ উইকেট।

এর আগে বাংলাদেশি বোলারদের পাত্তা না দিয়েই প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩০ রানের জবাবে বিনা উইকেটে ১৪৫ রান করে বাবর আজম বাহিনী। অন্যদিকে প্রথম দিন ব্যাটিংয়ে দাপট দেখানো বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় দিনের শুরুতেই। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন হাসান আলি।

প্রথম দিনে শতক করেছিলেন লিটন দাস, ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সবার আশা ছিল দ্বিতীয় দিনে নিজের শতক পূর্ণ করবেন মুশি। তবে সেটি আর হয়নি। নার্ভাস নাইনটিতে আউট হন তিনি। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দেন মুশফিক। মুশফিক আউট হয়েছেন ৯১ রানে। মেহেদী হাসান মিরাজ ছিলেন ৩৮ রানে অপরাজিত। মেহেদী বাদে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি, যার ফলে ৩৩০ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই প্রথম দিনের শতক করা লিটন দাসকে হারায় বাংলাদেশ। লিটন-মুশফিকের ২০৪ রানের জুটি ভাঙেন হাসান আলি। লিটনকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর ব্যাটিংয়ে নেমে ৪ রানে সাজঘরে ফেরেন টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলি। হাসান ছাড়াও পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ। সাজিদ খান নেন এক উইকেট।

সর্বশেষ
জনপ্রিয়