ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তারাকান্দায় কঠোর বিধিনিষেধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এ অবস্থায় ১৪ দিনের কঠোর লকডাউনে ময়মনসিংহের তারাকান্দার বিভিন্ন স্থানে কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.ফজলুল হক।

এসময় তারাকান্দা উপজেলার ভূষাগঞ্জ, মাঝিয়ালী বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬ টি মামলায় ১৬ ব্যাক্তিকে ৮হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে পুলিশ ফোর্স, তারাকান্দা থানা সহযোগিতা করেন।

অভিযানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সরকারের বিধি-নিষেধ অমান্য করায় সংক্রামক রোগ- প্রতিরোধ ও নির্মুল আইন-২০১৮ এর আইনে এ জরিমানা করেন। 

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত বলেন করোনা মোকাবেলায়, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায়; অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সকলকে লকডাউন মেনে চলার আহ্বান করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়