ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্যাগীদের স্থান না দেয়ায় পদত্যাগের হিড়িক বিএনপিতে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ২৯ নভেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নির্যাতিত ও ত্যাগীদের স্থান না দেয়ায় জেলা-উপজেলা ও পৌর কমিটি গঠন নিয়ে সারাদেশে নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে বিএনপিতে‌।

সম্প্রতি ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত কয়েকদিনের অব্যাহত বিক্ষোভ মিছিলের পর অবশেষে দলের ১৪ জন নেতা পদত্যাগ করেছেন।

গত বুধবার সকালে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের হাতে পদত্যাগপত্র জমা দেন তারা। সদ্য ঘোষিত কমিটিতে ফেনীর বাইরে বসবাসকারীদের কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আবু নাছের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক করিমুল হক করিম ও বাহার উদ্দিন সরদার, সদস্য জাফর উল্লাহ, নুরুল করিম চৌধুরী, তাজুল ইসলাম, ওয়াসিমুল শাহাদাত নরশেদ, কবির আহাম্মদ ও মোহাম্মদ, সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব এবং সাবেক সদস্য সচিব কবির আহমেদ।

পরশুরাম পৌর বিএনপি থেকে যারা পদত্যাগ করেছেন তারা হলেন- যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক সিরাজ, সদস্য নাছির উদ্দিন রিটু ও মিজানুর রহমান চৌধুরী।

পদত্যাগকারী হাবিবুর রহমান হাবিব জানান, উপজেলা ও পৌর কমিটিতে নির্যাতিত, ত্যাগী এবং সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়নি। ঢাকা ও চট্টগ্রামে বসবাস করেন এমন নেতাদের নিয়ে কমিটি করা হয়েছে। এই অভিযোগ দলের শতাধিক নেতা-কর্মীর। এ কারণে দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করার ঘটনা ঘটেছে। এছাড়া আরো কয়েকজন নেতা পদত্যাগ করবেন বলেও তিনি জানিয়েছেন।

এছাড়া একই অভিযোগে শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে (জাপা) ফিরে গেছেন সিলেটের ব্যবসায়ী কুনু মিয়া। গত বুধবার বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে দলে যোগ দিয়েছেন তিনি। 

কুনু মিয়া গত নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে বিফল হন। ২০১১ সালে তিনি খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে জাপা থেকে বিএনপিতে যোগ দেন।

নেতা-কর্মীর যোগদান অনুষ্ঠানে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বিএনপিকে ইঙ্গিত করে বলেন, সঠিক সিদ্ধান্তের অভাবে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে। তিনটি দল টিকে রয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। অদূর ভবিষ্যতে এখান থেকেও কেউ ঝরে পড়বে।

সর্বশেষ
জনপ্রিয়