ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুই সপ্তাহ পিছিয়ে গেলো অমর একুশে বইমেলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১৬ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। এর ফলে আগামী ১৪ বা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা। রোববার (১৬ জানুয়ারি) বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, এখনও তাদের হাতে চিঠি আসেনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।

মন্ত্রণালয়ের চিঠি হাতে পাওয়ার পর এই বিষয়ে সবাইকে জানানো হবে বলে জানান এই কবি। বলেন, মেলার প্রস্তুতি চলমান রাখতে বলা হয়েছে। সেভাবে প্রস্তুতি রাখা হয়েছে।

নিয়ম অনুযায়ী প্রতি বছর পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হয়, তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর দেড় মাসেরও বেশি পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়েছিল মেলা।

সর্বশেষ
জনপ্রিয়