ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ২০ সেপ্টেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে সীমিত আকারে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

মোট দুই হাজার ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ৫২টি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে। আগামী সপ্তাহ থেকেই এই রপ্তানি করা শুরু হবে। 

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপ-সচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আবেদনপত্র যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।

এর আগে ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানি হয় ভারতে। এরপর গতবছর দেশটিতে এক হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানি করা হয়। 

সর্বশেষ
জনপ্রিয়