ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশে কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:২৩, ১৬ জানুয়ারি ২০২২

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

দেশে আর কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্‌বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরবঙ্গের মানুষ। কোনো সরকারই তাদের উন্নয়নে কাজ করেনি। আওয়ামী লীগ সরকারের এলেই তাদের উন্নয়ন হয়েছে।দেশে যাতে কোনো গৃহহীন বা ভূমিহীন মানুষ না থাকে, সেজন্য তাদের খুঁজে বের করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জমি কিনে গৃহহীন, ভূমিহীনদের বাড়ি করে দেওয়া হবে। গ্রামকে আধুনিক সুবিধার আওতায় আনা হবে।

সর্বশেষ
জনপ্রিয়