ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে সৌদি আরব, পরে যুক্তরাষ্ট্র ও আমিরাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ৭ নভেম্বর ২০২২  

দেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে সৌদি আরব, পরে যুক্তরাষ্ট্র ও আমিরাত

দেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে সৌদি আরব, পরে যুক্তরাষ্ট্র ও আমিরাত

দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব প্রবাসীরা। দেশটি থেকে সদ্য বিদায়ী অক্টোবরে ৩০ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি অক্টোবরে আসা মোট রেমিট্যান্সের ২০ দশমিক ২১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সদ্য বিদায়ী অক্টোবরে রেমিট্যান্স আসার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। দেশটি থেকে অক্টোবরে রেমিট্যান্স আসে ২৩ কোটি ৩৬ লাখ ডলার। এছাড়া তালিকায় তৃতীয় স্থানে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে ১৭ কোটি ৬ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

জানা গেছে, সদ্য বিদায়ী অক্টোবরে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের পর সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে যুক্তরাজ্য প্রবাসীরা। দেশটি থেকে থেকে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ০৪ লাখ ডলার। এর পর তালিকায় পর্যায়ক্রমে থাকা দেশগুলো হলো- কুয়েত (১৩ কোটি ২৪ লাখ ডলার), কাতার (১৪ কোটি ১৮ লাখ), মালয়েশিয়া (৭ কোটি ৫ লাখ), ইতালি (৮ কোটি ৭১ লাখ), ওমান (৪ কোটি ৯৬ লাখ) এবং বাহরাইন (৫ কোটি ৪ লাখ ডলার)।

দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত অক্টোবরে আগের আট মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। এর আগের ২০২১-২২ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার। 

সর্বশেষ
জনপ্রিয়