ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দেশে স্মার্টফোনের বাজারে শীর্ষে ট্রানশান, দ্বিতীয় স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২ ডিসেম্বর ২০২০  

দেশের স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় স্যামসাং

দেশের স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় স্যামসাং

বছরের তৃতীয় প্রান্তিক—জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে দেশের স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রয়েছে ট্রানশান। চীনা প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংসের স্মার্টফোন ব্র্যান্ড হলো টেকনো। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কারখানাও রয়েছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশে স্মার্টফোনের বাজারে ট্রানশানের দখল রয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের অন্যতম একটি পরামর্শক ও বাজার গবেষণা সংস্থা এমনটাই জানিয়েছে।

এ তিন মাসে স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে আছে স্যামসাং। তাদের দখল রয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ। ১৫ দশমিক ২ শতাংশ  নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিভো, অপো ১৩ দশমিক ৩ শতাংশ নিয়ে চতুর্থ এবং সিম্ফোনি ১১ দশমিক ৪ শতাংশ নিয়ে পঞ্চমে।

তবে বছরের দ্বিতীয় প্রান্তিকেই স্যামসাং ২০ দশমিক ২ শতাংশ দখল নিয়ে শীর্ষে ছিল। ১৯ দশমিক ৫ শতাংশ নিয়ে তখন দ্বিতীয় অবস্থানে ছিল ট্রানশান। দ্বিতীয় প্রান্তিকে সিম্ফোনির অবস্থান ছিল তৃতীয়। চীনা প্রতিষ্ঠানটির দখন ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। চতুর্থ অবস্থানে ভিভোর ১০ দশমিক ৪ শতাংশ এবং পঞ্চমে অপোর ১০ দশমিক ২ শতাংশ।

করোনাকালে পুরো বিশ্বেই স্মার্টফোনের বাজার বেশ প্রভাব পড়েছে। তবে বাংলাদেশের বাজার ছিল জমজমাট। বছর শেষে বাজার আরো উর্ধ্বগতি হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সর্বশেষ
জনপ্রিয়