ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেশের পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২১  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটি পুরো সপ্তাহ জুড়ে লেনদেনে শীর্ষ স্থান দখল করে ছিলো।

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার কোম্পানিটির মোট ১৪০ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি এক কোটি ৯৬ লাখ ৫০ হাজার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৪০ লাখ ২২ হাজার ৮১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৩৯ লাখ টাকা।

ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির তিন লাখ ৫৮ হাজার ৮৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫৪ কোটি ৩০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মীর আক্তার হোসাইন লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

সর্বশেষ
জনপ্রিয়