ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

দ্রুত এগিয়ে চলছে আড়িয়াল খাঁ সেতুর কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৫ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতুর দুই প্রান্তের রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই প্রকল্পের অন্যতম বড় সেতু আড়িয়াল খাঁর কাজ প্রায় শেষ পর্যায়ে। আড়িয়াল খাঁ রেল সেতু। সেতুটিতে ১০১ দশমিক ৫০ মিটার দীর্ঘ ছয়টি স্টিল ট্রাস স্প্যান স্থাপন করা হয়েছে। অনেকটা পদ্মা সেতুর মতোই। তবে এটি একতলা।

ছয়টি স্প্যানের ডেক স্লাবের কাজও শেষ। ডেক স্লাবের উভয় পাশে ৬০০ মিটার ভার্টিক্যাল ওয়াল তথা প্যারাপেটের কাজ ও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পাঁচটি খুঁটি ও দুটি এবাটমেন্টের ওপর এক্সপানসন জয়েন্টের কাজও শেষ। চলছে স্টিল স্প্যানের পেইন্টিং এবং ডেক স্লাবের ওপর ওয়্যারিং কোটসহ খুঁটিনাটি কাজ।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ৫৮টি রেল সেতু এবং ২৭৩টি কালভার্ট ও আন্ডার পাস রয়েছে। গুণগতমান ঠিক রেখেই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করছে চীনা ঠিকাদার।

আড়িয়াল খাঁ রেল সেতুটির সার্বিক ভৌতিক অগ্রগতি ৯৮ শতাংশ। পুরো প্রকল্পের অগ্রগতি সাড়ে ৫০ শতাংশ।

সর্বশেষ
জনপ্রিয়