ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নওগাঁর পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ৩১ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা সদর নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উক্ত খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, সহকারী কমিশনার ভূমি
সানজিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, জেলা পরিষদের সদস্য এস.এম শাহীন চৌধুরী, ফাতিমা জিন্নাহ ঝর্না, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ড, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোকলেছুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুল আলম বেন্টু, আবুল কালাম আজাদ অরুন, ঘোষনগর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আল-আমীন, আতাউর রহমান বাবুল সহ অন্যান্য সূধীজন, সাংবাদিকবৃন্দ, খেলোয়ারবৃন্দ প্রমূখ।

উদ্বোধনী খেলায় নজিপুর পৌরসভা দল ঘোষনগর ইউপি দলকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ি হয়েছে। উক্ত টুর্নামেন্টে নজিপুর পৌরসভা সহ ১১ইউপির সর্বমোট ১২টি দল অংশ গ্রহন করবে। আগামী ২জুন বুধবার এই টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়